নিরাপদ পথের দাবীতে, আমরা সবাই পথের সাথী-
আজ আমরা উত্তোরণ বাংলা নিউজ চ্যানেল এর পক্ষ থেকে পৌঁছে গেছি নাকাশিপাড়া গভমেন্ট আই টি আই কলেজে।যেখানে ক্রমবর্ধমান দৈনন্দিন পথ দুর্ঘটনা এড়াতে এবং মানুষের জীবন রক্ষার স্বার্থে সেফ ড্রাইভ-সেভ লাইফ এই উক্তিটিকে অনুকরণ করে পথে নেমেছে নাকাশিপাড়া গভর্নমেন্ট আই টি আই এর উৎকর্ষ বাংলার ছাত্র ছাত্রীরা। প্রসাসন এর সহযোগীতায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী কে সঙ্গে নিয়ে আয়োজিত হয়েছে এই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম।জীবন রক্ষার স্বার্থে সমস্ত নিয়ম কানুন মেনে যান বাহন চালানোর অনুরোধ জানিয়েছে উৎকর্ষ বাংলা এর ছাত্রছাত্রীরা ।
শুধু তাই নয় এই পদযাত্রা এর মাধ্যমে তুলে ধরা হয়েছে কর্ম ভিত্তিক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিনা খরচে প্রশিক্ষণের বার্তা অর্থাৎ উৎকর্ষ বাংলা – সরকারের এই অভিনব উদ্যোগ।
সেই সঙ্গে জনসাধারণের কাছে প্রেরণ করা হয়েছে পি পি পি মোড এর আই টি আই কলেজ গুলির জন্য পশ্চিমবঙ্গ সরকারের বৃত্তি মূলক শিক্ষা দপ্তর এর SKOCH AWARD 2020 প্রাপ্তির শুভ বার্তা।
সর্বশেষে নিরাপত্তার লক্ষ্যে সচেতনতার জন্য।
মানবিক মূল্যবোধের উত্তরণ ঘটুক শুভানুধ্যায়ীদের আন্তরিকতায়, এই কামনা করে সম্পূর্ণ হয়েছে পথসভা
**slow drive,save life।
Nakashipara Government ITI**